অগ্রণী ব্যাংক আবার-ও শীর্ষ স্থান লাভ করেছে। দেশের সরকারি ব্যাংক হিসেবে পরিবেশবান্ধব সবুজ অর্থায়নে খাতের জন্য । ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম পরিবেশবান্ধব সবুজ অর্থায়ন খাতে অগ্রণী ব্যাংক প্রায় ৬০৫ কোটি টাকা অর্থায়নের করেছেন বলে জানিয়েছেন ।
গত ডিসেম্বর প্রান্তিকে বেশি সবুজ অর্থায়ন করা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী দেখা যায়, গত অক্টোবর-ডিসেম্বর মাসে পরিবেশবান্ধব সবুজ অর্থায়ন খাতের দেশের সরকারি ব্যাংক হিসেবে সর্বোচ্চ অর্থায়ন করেছে অগ্রণী ব্যাংক । ৬০৫ কোটি টাকা।
মোহম্মদ শামস্-উল ইসলাম টিএনএন-কে বলেন, বাংলাদেশ ব্যাংক সাম্প্রতি যে নির্দেশনা দিয়েছে সে আলোকে আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ ব্যাংক থেকে চলতি বছরে ব্যাংকগুলোকে মোট ঋণের ৫ শতাংশ পরিবেশবান্ধব সবুজ অর্থায়ন খাতে অর্থায়ন করতে বলা হয়েছে। আমরা সেই লক্ষে পরিবেশের ভারসাম্য বজায় রেখে গড়ে ওঠা প্রতিষ্ঠান কিংবা বিদ্যমান কারখানাকে পরিবেশবান্ধবে রূপান্তরের বিপরীতে ঋণ বিতরণকে সবুজ অর্থায়ন বলে।
দেশে করোনার সংক্রমনের শুরু হলে সংকটের মধ্যে পড়ে প্রায় সব ব্যাংক। সংকটের মধ্যে থেকেও অগ্রণী ব্যাংক সফলতা অর্জন করতে সফল হয় শামস- উল ইসলামের জন্যই। বর্তমান প্রতিযোগিতার বাজারে টিকে থাকার জন্য নতুন নতুন পলিসি করেন । ঋণের সুদ আয় কমে যাওয়ায় ব্যাংক খাত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এ সময় সুদহার কমে যাওয়ায় ধারাবাহিকতা ধরে রাখেন তিনিই। আয়ের সব খাতসহ সুদ বহির্ভূত খাত যেমন ফরেন এক্সচেঞ্জ, এলসি, ট্রেজারি, সিন্ডিকেশন, তহবিল ব্যবস্থাপনা, রেমিট্যান্স, আমদানি-রপ্তানি ইত্যাদি ব্যবসায় নজর দিয়ে এক্ষেত্রগুলো দিয়ে অগ্রণী ব্যাংককে সাফল্য এনে দিয়েছে শামস্-উল ইসলাম।
Source: nagorikkhobr