গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নবনির্বাচিত সদস্যরা। শুক্রবার (১৫ জানুয়ারী) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সব শেষে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন।
বঙ্গবন্ধুর মাজারে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নবনির্বাচিত সদস্যদের শ্রদ্ধা নিবেদন করছেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নির্বাচনে ড: শরীফ- জিহাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রফেসর ডঃ মোঃ শরিফ উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক ) ইউআইইউ সিএসই বিভাগের প্রফেসর ডঃ মোঃ নুরুল হুদা, জেনারেল সেক্রেটারি আবদুর রহমান খান জিহাদ, ভাইস প্রেসিডেন্ট (এডমিন) ইঞ্জিঃ নিয়াজ উদ্দিন ভুঁইয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম।
বঙ্গবন্ধুর মাজারে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নবনির্বাচিত সদস্যদেরা ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতের করেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, রুয়েটের অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মুফতি মাহমুদ রনি, জয়েন্ট সেক্রেটারি (এডমিন) বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর ফাহাদ জামান চৌধুরী ,জয়েন্ট সেক্রেটারি (ফাইন্যান্স) ব্যাংকার মোঃ শাহরিয়ার হোসেন খান,জয়েন্ট সেক্রেটারি(একাডেমিক) মন্ত্রণায়ের কনসালটেন্ট নজরুল ইসলাম ভুঁইয়া এবং ট্রেজারার বিপিএটিসির অ্যাসিস্ট্যান্ট সিস্টেম এনালিস্ট ডঃ মোঃ জিয়াউল ইসলাম প্রমুখ।
সূত্রঃ সুপ্রভাত রাজশাহী