এএফসি কাপ গ্রুপ পর্বে অপরাজেয় দল বসুন্ধরা কিংস। এমন দাপুটে ফুটবলের পরও পরবর্তী রাউন্ড আন্ত–আঞ্চলিক পর্বে যাওয়া হলো না তাদের।
আজ ভারতীয় ক্লাব মোহনবাগানের বিপক্ষে ১-১ গোলে ড্র করায় পরবর্তী রাউন্ডে খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নদের। ড্রয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত হয়েছে মোহনবাগানের।
গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেও নিজেদেরই সেরা দল মনে করছেন বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন।
সমীকরণটা ছিল পরিষ্কার। পরবর্তী রাউন্ডে খেলতে হলে বসুন্ধরাকে আজ জিততেই হবে। প্রথমার্ধে জোনাথন ফার্নান্দেজের গোলে সে পথে এগিয়েও গিয়ে ছিল বাংলাদেশ চ্যাম্পিয়নরা।
কিন্তু এগিয়ে থাকার আনন্দ নিয়ে বিরতিতে যাওয়া যায়নি। প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বসুন্ধরার ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা। দ্বিতীয়ার্ধের পুরো সময়ে এক খেলোয়াড় কম নিয়ে মোহনবাগানের মতো শক্তিশালী দলের বিপক্ষে পেরে ওঠেনি বসুন্ধরা।
শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র। ৬২ মিনিটে মোহনবাগানকে সমতায় ফেরান অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড ডেভিড উইলিয়ামস।