দেশের সবচেয়ে বড় ফুটবল তারকাকে ধরে রাখার চেষ্টায় কমতি রাখছে না ফরাসি ক্লাব পিএসজি। কিন্তু কিলিয়ান এমবাপ্পে থাকলে তো!
ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ত জানিয়েছে, পিএসজি ছাড়তে নাকি ব্যাকুল হয়ে উঠেছেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা।
এদিকে পিএসজি সিদ্ধান্ত নিয়েছে আগামী বছর চুক্তির মেয়াদ শেষে এমবাপ্পেকে ফ্রি-তে না বেচে এই সপ্তাহের মধ্যে পছন্দমতো প্রস্তাব পেলে তাঁকে ছেড়ে দেওয়া হবে।
এমবাপ্পেকে পেতে চায় রিয়াল মাদ্রিদ, সেটা সবাই জানে। এমবাপ্পেও রিয়ালে যেতেই সবচেয়ে বেশি আগ্রহী, তা-ও অজানা নয়। কিন্তু করোনার কারণে এমবাপ্পের পেছনে আকাশছোঁয়া খরচ করতে রিয়াল রাজি কি না, সেটাই কথা।
আরও একটি ইংলিশ ক্লাব নাকি তাঁর প্রতি আগ্রহী, জানিয়েছে আরএমসি স্পোর্ত। এদিকে ফরাসি সাময়িকী ‘এসকয়ার’কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পেও লিগ আঁ ছাড়ার ইঙ্গিত দিয়ে রাখলেন। তাঁর ভাষায়, বিশ্বের সেরা লিগ ফ্রান্সে হয় না।