কোরবানির ৬ ঘণ্টার মধ্যে চামড়ায় পর্যাপ্ত লবণ দেয়ার জন্য বলা হয়
১৫ জুলাই দুপুরে এক ভার্চুয়াল মিটিংয়ে কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রী বলেন, রাজধানীতে গরুর লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুটের দাম ৪০ থেকে ৪৫ টাকা।যা গত বছরের তুলনায় বেড়েছে ৫-১০ টাকা। রাজধানীর বাইরে প্রতি বর্গফুট ৩৩ থেকে ৩৭ টাকা একই চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের তুলনায় বেড়েছে ৭-৮ টাকা।
সারাদেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ১৫ থেকে ১৭ টাকা এবং প্রতি বর্গফুট বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৪ টাকা। সব চামড়ার দামই গত বছরের তুলনায় বাড়ানো হয়েছে।
মুনশি বলেন, সবাই যেন চামড়ার ন্যায্য মূল্য পায়। যেহেতু দেশে দাম পাওয়া যাচ্ছে না তাই আমরা রপ্তানির অনুমতি দিয়েছি। তবে রপ্তানি যাতে স্থায়ী না হয়। এসময় কোরবানির ৬ ঘণ্টার মধ্যে চামড়ায় পর্যাপ্ত লবণ দেয়ার জন্য বলা হয়।