টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি করায় এবং ছাত্রদল, ছাত্রশিবির এর অপরাজনীতির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
বুধবার (২৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জননেতা আব্দুল মান্নান হলের সামনে এ বিক্ষোভ মিছিল শুরু করে মাভাবিপ্রবি ছাত্রলীগ। এ মিছিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল, ছাত্রলীগ নেতা মানিক শীল সহ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রলীগ কর্মীরা।
মিছিল শেষে বিশ্ববিদ্যালয়েরর শহীদ মিনারে সমাবেশ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সমাবেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদ জানানো হয়। এবং ক্যাম্পাসে সুষ্ঠ পরিবেশ রাখাতে ছাত্রলীগ সর্বদা সতর্ক থাকবে বলেও সমাবেশে বলা হয়।