সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন ও জড়িতেদর কোঠের বিচারের দাবিতে আজ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারা এবং সনাতন বিদ্যার্থী সংসদ সহ ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকরা অংশ গ্রহন করেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ প্রায় ঘন্টাখানেক চলে। সমাবেশে থেকে সাম্প্রদায়িক হামলার নিন্দা জানানো হয় এবং বিভিন্ন সময়ে হামলায় জড়িতদের কঠোর শাস্তির দাবি করা হয়। সমাবেশের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন রসায়ন বিভাগের শিক্ষার্থী নাসিম, সাংস্কৃতিক কর্মী ও "ধ্রবতারা" সভাপতি রবিউল ইসলাম, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক তানভীর আহমেদ, সনাতন বিদ্যার্থী সংসদের সদস্য প্রতীক গুন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা নাজিম রুপক, মানিক শীল, ও সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল।। শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, সিপিএস বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত ব্যানার্জী, বিজিই বিভাগের প্রফেসর ড. মোঃ মাসুদার রহমান। সমাবেশ থেকে সবাইকে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়ানোর আহব্বান জানানো হয়
